সৌরভ সিকদার

 

সৌরভ সিকদারের জন্ম নড়াইলে, ১৯৬৫ সালে। লেখক, গবেষক ও অধ্যাপক। লিখেছেন কবিতা, গল্প, উপন্যাস এবং ভ্রমণকাহিনী। গবেষণা, নিবন্ধ, উপন্যাস, গল্প, কবিতাসব মিলিয়ে গ্রন্থের সংখ্যা ত্রিশের অধিক। প্রথম কাব্যগ্রন্থ নক্ষত্র জানে না কক্ষপথ কত দূর [২০১৭]। প্রথম গল্পগ্রন্থ জোৎস্নাহত প্রকাশিত হয় ২০০৯ সালে এবং প্রথম উপন্যাস পিছুটান ১৯৯৮ সালে। অন্যান্য উপন্যাস ভূমিকম্প পাখির ডাক [২০২০] ও যাদুকাঁটা [২০২১]। প্রথম প্রবন্ধগ্রন্থ রবীন্দ্র প্রতিভার নানাদিক [২০০১]। প্রথম গবেষণাগ্রন্থ আনিস চৌধুরীর জীবনী [১৯৯৫]। তিনি ভালোবাসেন পড়তে, পড়াতে, মুভি দেখতে, গান শুনতে আর ভ্রমণ করতে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছেন।

 

সাবস্ক্রাইব