সাইম রানার জন্ম ১৯৭৩ সালের ৮ জানুয়ারি, কুষ্টিয়া শহরে। প্রাবন্ধিক, কবি ও গীতিকার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং গণসঙ্গীত বিষয়ে ডক্টরেট [২০০৯] ডিগ্রি অর্জন করেন। উচ্চতর অধ্যয়ন করেন ২০০৫ সালে জাপানে এবং ২০১৫ সালে দক্ষিণ কোরিয়া ট্র্যাডিশনাল মিউজিকে। প্রথম কাব্যগ্রন্থ কামারশালার ধ্বনি [২০০৪], গবেষণাগ্রন্থ বাংলাদেশের গণসঙ্গীত: বিষয় ও সুরবৈচিত্র্য [২০০৯], রবীন্দ্রনাথ: সঙ্গীত ভাবনা [২০১১], A Historical Perception of Traditional Musical Instruments for Younger Generation [২০১৫], চলচ্চিত্রসঙ্গীত ও শব্দযোগের ভাষা [২০১৭], সঙ্গীতের প্রয়োগ ও সীমা [২০১৮]। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে অধ্যাপনা করছেন। আয়ারল্যান্ড, স্লোভেনিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলংকা, নেপাল, ভুটান, ভারত, জার্মানি, অস্ট্রিয়ায় তাঁর গবেষণাপত্র পরিবেশিত হয়। প্রথম আলো বর্ষসেরা বই পুরষ্কার [২০১১], দক্ষিণ কোরিয়ায় আরিরাং সিঙ্গিং কনটেস্ট-এ সিলভার এওয়ার্ড [২০১৫], মিউজিক ডিরেক্টর হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার [২০১৬], এবং ২০২০ সালে স্প্রাউটিং সিড ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম এওয়ার্ড অর্জন করেন।