রুদ্র আরিফ

 

রুদ্র আরিফের জন্ম ২৭ জানুয়ারি ১৯৮৪ সালে, চাঁদপুরে। তিনি কবি, অনুবাদক ও চলচ্চিত্রকর্মী। কবিতার বই ওপেন এয়ার কনসার্টের কবিতা; র‍্যাম্পমডেলের বাথটাবে অন্ধ কচ্ছপ; হাড়ের গ্যারেজমেনিকিনের লাল ইতিহাস। সিনেমার বই [অনুবাদ, গ্রন্থনা ও সম্পাদনা] তারকোভস্কির ডায়েরি; স্মৃতির তারকোভস্কি; কিয়ারোস্তামির সিনে-রাস্তা; আন্তোনিওনির সিনে-জগত; হিচকক-ত্রুফো কথোপকথন; কুরোসাওয়ার আত্মজীবনী; ডেভিড লিঞ্চের নোটবুক; সিনেঅলা [৩ খণ্ড]; ফিল্মমেকারের ভাষা [যৌথ সম্পাদনা, ৪ খণ্ড: ইরান, আফ্রিকা, লাতিন ও কোরিয়া পর্ব]; ফেদেরিকো ফেল্লিনি; বার্গম্যান/বারিমন; সাক্ষাৎ ফিল্মমেকার ফেদেরিকো ফেল্লিনি; সাক্ষাৎ ফিল্মমেকার ক্রিস্তফ কিয়েস্লোফস্কি; সাক্ষাৎ ফিল্মমেকার চান্তাল আকেরমান। মিউজিকের বই আমার জন লেনন [মূল: সিনথিয়া লেনন]।

 

সাবস্ক্রাইব