কুদরত-ই-হুদা

 

কুদরত-ই-হুদা একজন প্রাবন্ধিক, গবেষক ও শিক্ষক। জন্ম ১৯৭৮ সালের ২৫ জানুয়ারি; ফরিদপুর জেলার আলফাডাঙায়। স্নাতকোত্তর সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তাঁর এমফিল ডিগ্রির বিষয় শওকত ওসমান ও সত্যেন সেনের উপন্যাস। পিএইচডি করেছেন ষাটের দশকে জাতীয়তাবাদী চিন্তার বিকাশ ও বাংলাদেশের কবিতা শিরোনামে। শওকত ওসমান ও সত্যেন সেনের উপন্যাস: আঙ্গিক বিচার [২০১৩] এবং জসীমউদ্দীন [২০১৮] তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। লিখেছেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা, বাংলা একাডেমি পত্রিকা, ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকাসহ নানা পত্র-পত্রিকায়। নানা সময়ে প্রকাশিত তার গবেষণা প্রবন্ধের সংখ্যা বিশের অধিক। সাংস্কৃতিক রাজনীতি, ইতিহাস অনুসন্ধান, উত্তর-ঔপনিবেশিক সাহিত্যসহ নানাকিছু তার চিন্তার জগৎ। বর্তমান পেশা বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অধ্যাপনা। 

 

সাবস্ক্রাইব