শুভ কিবরিয়ার পড়ালেখা প্রকৌশল বিদ্যায়। পল্লী বিদ্যুত সমিতি, বিশ্বসাহিত্য কেন্দ্র, নিউজ ম্যাগাজিন সাপ্তাহিক ২০০০, নিউজ ম্যাগাজিন সাপ্তাহিক -কর্মজীবনে প্রাতিষ্ঠানিক বহুবদল ঘটেছে। লেখক, সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, সোশাল মুভমেন্ট অ্যাকটিভিষ্ট, ভোক্তা অধিকার আন্দোলনের সংগঠক, তাজউদ্দীন আহমদ পাঠচক্রের প্রতিষ্ঠাতা সদস্য-এসব পরিচয় গায়ে মাখেন না। আনন্দ পান লিখতে, পড়তে, বলতে, ঘুরে বেড়াতে এবং সৎ-সহজ মানুষের সঙ্গ পেতে। কৃতি সামাজিক-রাজনৈতিক-ব্যবসায়িক উদ্যোক্তাদের আত্মজৈবনিক সাক্ষাৎকারের বই ‘যাদের সাফল্যে আলোকিত বাংলাদেশ-১’ [সময়], ‘যাদের সাফল্যে আলোকিত বাংলাদেশ-২’ [সময়], ‘লড়াকু মানুষের মুখ’[অনন্যা] ও সাক্ষাৎকারগ্রন্থ ‘মুখোমুখি আবদুল্লাহ আবু সায়ীদ[মাওলা ব্রাদার্স] সম্পাদনা করেছেন।