নাহিদা আশরাফী

 

কবি, কথাসাহিত্যিক ও সম্পাদক নাহিদা আশরাফীর জন্ম ১মার্চ ১৯৭৩, পটুয়াখালীতে। প্রকাশিত গল্পগ্রন্থ: মায়াবৃক্ষ [২০১৬), জাদুর ট্রাঙ্ক ও বিবর্ণ বিষাদেরা [২০২১], ঝুলবারান্দা তিনটি মাছ আর একটি বিন্দুবর্তী জলাশয় [২০২২]; কাব্যগ্রন্থ: শুক্লা দ্বাদশী [২০১৪], দীপাঞ্জলি [২০১৫], এপিটাফ [২০১৫], প্রেম নিয়ে পাখিরা যা ভাবে [২০১৮ ও ২০২৩ ), [Bilingual Book of Poetry: ২০২০], ফিরতে চাই বৃক্ষজন্মের কাছে [২০২৩]। সম্পাদিত গ্রন্থ: মুক্তির গল্পে ওরা এগারোজন [মুক্তিযুদ্ধের গল্পসংকলন: ২০১৭], বিজয় পুরাণ [বিজয়ের গল্পসংকলন: ২০২০], রুদ্ধ দিনের গল্প [অতিমারীর গল্পসংকলন: ২০২১]। গবেষণাগ্রন্থ: বাংলার বেগম [২০২১]। তার সম্পাদিত সাহিত্যের কাগজ জলধি। 

 

সাবস্ক্রাইব