কামিনী রায়

 

উনিশ শতকের শেষ ও বিশ শতকের একজন প্রথিতযশা বাঙালি কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা কামিনী রায়। ভারতের প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট [সংস্কৃত]। জন্ম বৃহত্তর বরিশালের অন্তর্গত ঝালকাঠি জেলার বাসণ্ডা গ্রামে ১৮৬৪ সালের ১২ অক্টোবর। পিতা চণ্ডীচরণ সেন একজন ব্রাহ্মধর্মাবলম্বী, বিচারক ও ঐতিহাসিক লেখক। মাত্র ৮ বছর বয়স থেকে কামিনী রায় কবিতা লেখা শুরু করেন। মাত্র পনেরো বছর বয়সে, ১৮৮৯ সালে তার প্রথম কাব্য গ্রন্থ আলো ও ছায়া প্রকাশিত হয়। গ্রন্থটির ভূমিকা লিখেছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রথমে এতে গ্রন্থকর্ত্রী হিসেবে কামিনী রায়ের নাম প্রকাশিত হয় নাই। গ্রন্থটি প্রকাশিত হলে তার কবিখ্যাতি ছড়িয়ে পড়ে।  তার লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছেআলো ও ছায়া [১৮৮৯], নির্মাল্য [১৮৯১], পৌরাণিকী [১৮৯৭], মাল্য ও নির্মাল্য [১৯১৩], অশোক সঙ্গীত [সনেট সংগ্রহ, ১৯১৪], অম্বা [নাট্যকাব্য, ১৯১৫], দীপ ও ধূপ [১৯২৯], জীবন পথে [১৯৩০] প্রভৃতি। অমিত্রাক্ষর ছন্দে রচিত মহাশ্বেতা ও পুণ্ডরীক তার দুটি প্রসিদ্ধ দীর্ঘ কবিতা। এছাড়াও, ১৯০৫ সালে তিনি শিশুদের জন্য গুঞ্জন নামের কবিতা সংগ্রহ ও প্রবন্ধ গ্রন্থ বালিকা শিক্ষার আদর্শ রচনা করেন। ১৯৩৩ সালের ২৭ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। 

 

সাবস্ক্রাইব