লীলা মজুমদার

 

লীলা মজুমদার [২৬ ফেব্রুয়ারি ১৯০৮-৫ এপ্রিল ২০০৭] একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক। তিনি কলকাতার রায় পরিবারের প্রমদারঞ্জন রায় ও সুরমাদেবীর সন্তান। পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে। তিনি অসংখ্য বাংলা গল্প, প্রবন্ধ ও উপন্যাস লিখেছেন। ১৯২২ সালে সন্দেশ পত্রিকায় তাঁর প্রথম গল্প লক্ষ্মীছাড়া সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। ছোটদের জন্য তার উল্লেখযোগ্য রচনা হলদে পাখির পালক, টং লিং, পদিপিসির বর্মিবাক্স, নাকু গামা, সব ভুতুড়ে, মাকু গল্পসল্প। ১৯৬৯ সালে  প্রথম আত্মজীবনী 'আর কোনখানে'-এর জন্য পান রবীন্দ্র পুরস্কার। তার আলোচিত আত্মজীবনী পাকদণ্ডী। লীলা মজুমদারের গ্রন্থ সংখ্যা অর্ধশতাধিক। তিনি ভারত সরকারের শিশু সাহিত্য পুরস্কার, আনন্দ পুরস্কার, সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার, ভুবনেশ্বরী পদক, ভুবনমোহিনী দাসী সুবর্ণ পদক, দেশিকোত্তমসহ বহু সম্মানে ভূষিত হন।  

 

সাবস্ক্রাইব