কবি, কথাশিল্পী ও সাংবাদিক। জন্ম ২৭ এপ্রিল, ১৮৮১ সালে বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত সিমলাদ্দি গ্রামে। বাংলা সাহিত্যের পাঠক সমাজে দাদাঠাকুর নামেই তিনি পরিচিত। যিনি মুখে মুখে ছড়া, হেঁয়ালী ও হাস্য কৌতুক রচনা করতেন। তার রচিত নানান হাসির গল্প বাঙলা সাহিত্যের অমর কীর্তি। দুটি পত্রিকা ‘জঙ্গিপুর সংবাদ’ ও ‘সেরা বিদূষক’ এবং ‘বোতল-পুরাণ’ পুস্তিকা প্রকাশের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন একটি প্রতিষ্ঠান। দারিদ্র্যের কারণে শরৎ চন্দ্র এন্ট্রান্স পাশ করে বর্ধমান রাজ কলেজে এফ.এ. ক্লাসে ভর্তি হলেও পড়া শেষ করতে পারেননি। জীবিতকালেই কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন দাদাঠাকুর। জীবিতকালেই তাঁর জীবন নিয়ে ষাটের দশকে একটি ছায়াছবি নির্মিত হয়, যার নাম ভূমিকায় অভিনয় করেছেন ছবি বিশ্বাস। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্যে ছবি বিশ্বাস জাতীয় পুরস্কার লাভ করেন। ১৯৬৮ সালের ২৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।