নাজমীন মর্তুজা

 

নাজমীন মর্তুজার জন্ম ১৫ মার্চ ১৯৭৭ সালে, দিনাজপুরে। তিনি কবি, কথাসাহিত্যিক ও গবেষক। কবিতার পাশাপাশি তিনি গবেষণাকর্মেও যুক্ত রয়েছেন। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে, কাব্যগ্রন্থ: গুরুপরম্পরা, শ্রীরাধার উক্তি, মহামায়া কঙ্কাবতী, বাস্তবের লুকোচুরি; উপন্যাস: নোনাজলের চোরাবালি; গবেষণাগ্রন্থ: ফোকলোর ও লিখিত সাহিত্য: জারিগানের আসরে ‘বিষাদ-সিন্ধু’ আত্তীকরণ ও পরিবেশন-পদ্ধতি, বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, বাংলাদেশের ফোকলোর, সাইদুর রহমান বয়াতি: সাধকের স্বদেশ ও সমগ্র, এবং বাংলা পুথি সাহিত্য। তিনি গবেষণাকর্মের স্বীকৃতি স্বরূপ অর্জন করেছেন সিটি-আনন্দ আলো পুরস্কার ২০১২। প্রবন্ধ উপস্থাপন করেছেন আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লোক উৎসবে। বর্তমানে স্বামী-সন্তানসহ অস্ট্রেলিয়া প্রবাসী।

 

সাবস্ক্রাইব