আনোয়ার পাশা

 

আনোয়ার পাশা [১৯২৮-১৯৭১] একজন বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সাহিত্যিক। জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। পিতা হাজী মকরম আলী ছিলেন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। আনোয়ার পাশা ভাবতা আজিজিয়া উচ্চ মাদ্রাসায় শিক্ষালাভ করে ১৯৪৬ সালে হাই মাদ্রাসা পরীক্ষা পাস করেন। পরে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে আইএ [১৯৪৮],  রাজশাহী কলেজ থেকে বিএ [১৯৫১] এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ [১৯৫৩] পাস করেন। মানিকচক হাই মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরে বিভিন্ন স্কুল এবং পাবনা এডওয়ার্ড কলেজে [১৯৫৮-১৯৬৫] শিক্ষকতা করার পর ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং আমৃত্যু এখানেই কর্মরত ছিলেন।

 

সাবস্ক্রাইব