রায়হান রাইন

কবি, গবেষক ও কথাকার। জন্ম ৮ মার্চ ১৯৭১, সিরাজগঞ্জ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতকোত্তর। প্রকাশিত গল্পগ্রন্থ আকাশের কৃপাপ্রার্থী তরু [২০০৪], পাতানো মায়ের পাহাড় [২০১১], স্বপ্নের আমি ও অন্যরা [২০১৪]। কবিতার বই তুমি ও সবুজ ঘোড়া [২০০৭], একদিন সুবচনী হাঁস  [২০১৫] ও নিক্রোপলিসের রাত [২০১৭]। উপন্যাস আগুন ও ছায়া [২০১৪] এবং নিখোঁজ মানুষেরা [২০১৬]। প্রবন্ধগ্রন্থ বাংলার দর্শন: প্রাক-উপনিবেশ পর্ব [২০১৯]। সম্পাদনাগ্রন্থ বাংলার ধর্ম ও দর্শন [২০০৯]। অনুবাদগ্রন্থ মনসুর আল-হাল্লাজের কিতাব আল-তাওয়াসিন [২০১০], পাবলো নেরুদার প্রশ্নপুস্তক [২০১২], আচার্য শান্তরক্ষিতের মধ্যমকালঙ্কার [২০১৭], ব্রোঞ্জের মৌমাছি ও অন্যান্য: বিশ্বসাহিত্যের নির্বাচিত ছোটগল্প [২০২০], অতীশ দীপঙ্কর রচনাবলি [২০২০]। তিনি উপন্যাস ও প্রবন্ধগ্রন্থের জন্য দুবার ‘প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার পুরস্কার পেয়েছেন। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষকতা করছেন।

 

সাবস্ক্রাইব