আবদুর রব

কবি, সম্পাদক ও অর্থনীতিবিদ। জন্ম ৩০ জুন ১৯৬১ সালে, যশোরে। বর্তমান বসবাস ঢাকায়। একটি আন্তর্জাতিক কন্সাল্ট্যান্সি ফার্মে কর্মরত। ৩৫ টি দেশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ পর্যন্ত নয়টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ১৯৮৪ সালে প্রকাশিত হয় যৌথ কাব্যগ্রন্থ পূর্ণ প্রাণ যাবো। অন্যান্য কাব্যগ্রন্থ কে ঘুমায় কে জাগে [১৯৯৪]; রূপান্তরের গান [২০০৩]; আপেলসূত্র [২০১৪] ও বৃষ্টি থামার অপেক্ষায় [২০২০]। এছাড়া ছোটদের জন্য চীনা গল্পের তিনটি অনুবাদ গ্রন্থও আছে। এগুলো প্রকাশিত হয় ২০০৪ সালে। অনূদিত কবিতার বই বৃষ্টির ভেতর এক গলিপথ। বেশকিছু ভ্রমণকাহিনীও লিখেছেন তিনি।

 

সাবস্ক্রাইব