কবিতা চাকমা

কবিতা চাকমা একজন স্থপতি, গবেষক, লেখক ও কবি। জ্বলি ন’ উধিম কিত্তেয়! [রুখে দাঁড়াব না কেন! চাকমা ও বাংলা ভাষায় তার কবিতা সংকলনটি ১৯৯২ সালে ঢাকার নারীগ্রন্থ প্রবর্তনা থেকে প্রকাশিত হয়। গ্রন্থটি ২০০২ সালে ইংরেজিতে অনুবাদ করেন ড. সাজেদ কামাল। বর্তমানে সিডনি প্রবাসী তিনি। কবিতা চাকমা তিনটি ভাষায়—তার মাতৃভাষা চাকমা, বাংলা ও ইংরেজিতে লিখছেন।

 

সাবস্ক্রাইব