মতিউর রহমান একজন সম্পাদক, প্রকাশক ও লেখক। জন্ম ১৯৪৬ সালের ২ জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে পরিসংখ্যানে স্নাতকোত্তর। তিনি সাপ্তাহিক একতার প্রথমে ভারপ্রাপ্ত সম্পাদক [১৯৭০-৭৩] এবং পরে সম্পাদক ছিলেন [১৯৭৩-৯১]। সম্পাদক ছিলেন ভোরের কাগজ [১৯৯২-৯৮] পত্রিকার। প্রথম আলোর সম্পাদক ১৯৯৮ সাল থেকে। তিনি ১৯৬৪-১৯৬৯ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ছিলেন। ১৯৬৫-১৯৬৮ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সক্রিয় কর্মী হিসাবে তিনি ১৯৭৩-৯০ সাল পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ আকাশভরা সূর্যতারা: কবিতা-গান-শিল্পের ঝরনাধারায়, কার রাজনীতি কীসের রাজনীতি, ইতিহাসের সত্য সন্ধানে: বিশিষ্টজনদের মুখোমুখি ও ভালোবাসায় বাড়ানো হাত। যৌথভাবে লিখেছেন চে: বন্দুকের পাশে কবিতা [সহ-লেখক মনজুরুল হক], শহীদ নূর হোসেন [সহ-লেখক শামসুর রাহমান]। সম্পাদিত গ্রন্থ বিদ্রোহী বর্ণমালা, আলতাফ মাহমুদ: এক ঝড়ের পাখি, ১৫ আগস্ট হত্যাকাণ্ড: কে এম সফিউল্লাহ ও শাফায়াত জামিল বিতর্ক, জহির রায়হান: অনুসন্ধান ও ভালোবাসা, বঙ্গবন্ধু: শ্রদ্ধায় ভাবনায় স্মৃতিতে, শতবর্ষে সুভাষ মুখোপাধ্যায়: বাংলাদেশের শ্রদ্ধাঞ্জলি, স্মৃতিতে অনুভবে আবুল হাসনাত, ১৯৭১ শত্রু ও মিত্রের কলমে ইত্যাদি। তিনি ২০০৫ সালে ‘সাংবাদিকতা, সাহিত্য ও সৃজনশীল যোগাযোগ’-এ রামোন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।