মাসুদ আনোয়ার একজন কবি ও কথাসাহিত্যিক। জন্ম ১ জানুয়ারি ১৯৫৯ সালে, চট্টগ্রামের সন্দ্বীপে। সেবা প্রকাশনীর জনপ্রিয় ওয়েস্টার্ন জনরার লেখক। প্রকাশিত ওয়েস্টার্ন বইয়ের সংখ্যা দেড় ডজন। বড়দের পাশাপাশি লেখেন ছোটদের জন্যও। লিখেছেন ছড়াগ্রন্থ হুক্কাহুয়া, কিশোর উপন্যাস কেউ জানে না, কিশোর গল্প সংকলন স্বর্ণদ্বীপের ছেলে ও কিশোর কবিতা মায়াবী দিনের খাতা। বড়দের জন্য উপন্যাস বন মন রমণী। সেবা প্রকাশনী থেকে প্রকাশিত ওয়েস্টার্ন উপন্যাস আশ্রয়, জ্বালা, জেলঘুঘু, স্বর্ণলালসা, সংঘর্ষ, লিপ্সা, অপমান, অপচেষ্টা, চোরাবালি, ঘৃণা, বাধা, দাঙ্গা, বিপাক, আধিপত্য, নিঃসঙ্গ নেকড়ে, টর্নেডো টেক্স ও ফাস্ট গান। এছাড়াও তাঁর অনূদিত সায়েন্স ফিকশন এবং মোটিভেশনাল বইও রয়েছে। পেশায় তিনি সাংবাদিক।