মিরাজুল ইসলাম

 

মিরাজুল ইসলাম একজন লেখক, গবেষক, তথ্যচিত্র নির্মাতা ও চিকিৎসক। জন্ম চট্টগ্রামে। পড়াশোনা চিকিৎসাবিদ্যা ও হাসপাতাল প্রশাসনে উচ্চতর ডিপ্লোমা অর্জন। তাঁর আগ্রহের জায়গা সাহিত্য, শিল্পকলা, রাজনীতি ও চলচ্চিত্র। প্রকাশিত হয়েছে তিন শতাধিক প্রবন্ধ, নিবন্ধ ও কলাম। প্রকাশিত গ্রন্থের সংখ্যা পাঁচগালিবিয়াৎ [মীর্জা গালিবের জীবনী, ২০১৭], নার্সিসাসে প্রজাপতি [শিল্পী মুর্তজা বশীরের জীবনালেখ্য, ২০১৯], মুঘল গীবত [উপন্যাস, ২০১৮], সত্য ও মিথের বয়ান [ইতিহাসভিত্তিক সংকলন, ২০২০] ও রবীন্দ্রওয়ালা [প্রবন্ধ সংকলন, ২০২০]। প্রথম নির্মিত তথ্যচিত্র নতুন জীবন [২০০৭], শিল্পী মনসুর উল করিমের উপর তথ্যচিত্র পদ্মাপারের মনসুর: মনন থেকে বুননে, পটুয়া শম্ভু আচার্যকে নিয়ে পটচিত্রের এক আশ্চর্য কারিগর, শিল্পী মুর্তজা বশীরের উপর তথ্যচিত্র অন্তরঙ্গ আলোকে মুর্তজা বশীর। নাট্যকার মামুনুর রশীদ, ঔপন্যাসিক সেলিনা হোসেন, পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক এবং ২০১৪ সালে ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও ২০২১ সালে কুমিল্লা ক্যাডেট কলেজের শিক্ষাব্যবস্থা নিয়েও তথ্যচিত্র নির্মাণ করেছেন তিনি। নিয়মিত প্রকাশনা সত্যজিৎ চর্চার যুগ্ম সম্পাদক তিনি।

 

সাবস্ক্রাইব