সালাহ উদ্দিন শুভ্র

 

সালাহ উদ্দিন শুভ্র লেখক ও সাংবাদিক। জন্ম ২৭ অক্টোবর ১৯৮০ সালে, ফেনীতে। পড়াশোনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রত্নতত্ত্বে স্নাতকোত্তর। ছয়টি বই প্রকাশিত হয়েছে তাঁর। গল্পের বই মানবসঙ্গবিরল [২০১১] ও মেয়েদের এমন হয় [২০১৮]। প্রথম উপন্যাস গায়ে গায়ে জ্বর [২০১৪]। আলোয় অন্ধ শহর [২০২০] ও গভীর জলে যাই [কিশোর সায়েন্স ফিকশন: ২০২১] নামে তাঁর দুটি সায়েন্স ফিকশন। তাঁর রাজনৈতিক উপন্যাস অন্যমনস্ক দিনগুলি [২০২১]। নিয়মিত লিখছেন নানা পত্র-পত্রিকায়। বর্তমানে সাংবাদিকতা পেশায় যুক্ত।

 

সাবস্ক্রাইব