ফরিদ কবির কবি ও গদ্যকার।জন্ম ঢাকায়, ১৯৫৯ সালের ২২ জানুয়ারিতে। বড় হয়েছেন পুরোনো ঢাকার জিন্দাবাহারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক। মুদ্রণ ব্যবসা দিয়ে জীবিকা শুরু করলেও পেশা বদল করেছেন বারবার। ব্যবসা ছেড়ে চাকরি করেছেন ব্যাংকে, সেটা ছেড়ে যোগ দিয়েছেন সাংবাদিকতায়; প্রথমে আজকের কাগজে ও পরে ভোরের কাগজে। আর এখন জনসংযোগ পেশায়। ছিলেন শিল্প-সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক মাসিক কাগজ ‘নতুনধারা’র তিনি অতিথি সম্পাদক। কবিতা, প্রবন্ধ, অনুবাদ ও সম্পাদনাসহ তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২২টি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হৃৎপিণ্ডে রক্তপাত, ওড়ে ঘুম ওড়ে গাঙচিল, অনন্ত দরোজাগুচ্ছ ও মন্ত্র। আত্মজীবনীগ্রন্থ আমার গল্প।