মনজুরুল হক

প্রাবন্ধিক, অনুবাদক, সাংবাদিক ও অধ্যাপক। জন্ম ডিসেম্বর ১৯৫২ সালে, ঢাকায়। ছাত্রাবস্থায় ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়নের তত্ত্বাবধানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। ১৯৭২ সালে উচ্চ শিক্ষার জন্য তিনি সোভিয়েত ইউনিয়নে যান। মস্কো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ ডিগ্রি লাভ। পরবর্তী পর্যায়ে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ [সোয়াস] থেকে জাপানিজ স্টাডিজ বিষয়ে দ্বিতীয় এমএ ডিগ্রি লাভ। চাকরি জীবনের শুরু ১৯৮০ সালে ঢাকার জাতিসংঘ তথ্য কেন্দ্রে। ১৯৯০ সালে লন্ডনে বিবিসি বাংলা বেতারে তিনি যোগ দেন। ১৯৯৪ সালে জাপানে তিনি চলে আসেন। জাপানের নাগরিক সম্প্রচার কেন্দ্র এনএইচকের বাংলা সম্প্রচারের সাথে যুক্ত হন। পাশাপাশি শিক্ষকতার সূচনা ১৯৯৬ সালে ইয়োকোহামা জাতীয় বিশ্ববিদ্যালয়ে। পড়িয়েছেন টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজে। ১৯৯৮ সালের নভেম্বর মাসে প্রথম আলো প্রকাশিত হওয়ার সময় থেকে এর সাথে তিনি যুক্ত। সাংবাদিক হিসেবে জাপানের ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের সদস্যপদ তিনি লাভ করেন ২০০০ সালে। ২০০২ সালে প্রথমবার ক্লাবের নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হন। এরপর আরও দুই দফায় বোর্ড সদস্য ও সচিবের দায়িত্ব পালনের পর ২০০৯ সালে ক্লাবের প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়ে জয়লাভ করেন। বর্তমানে প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা হিসেবে সারা বিশ্বের সাংবাদিকদের এই প্রেস ক্লাবের কর্মকাণ্ডের সাথে তিনি সক্রিয়ভাবে যুক্ত আছেন। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১০টি। ব্যক্তিগত শখের মধ্যে আছে ছবি তোলা আর ভ্রমণ। ঢাকায় তাঁর ছবির একক দুটি প্রদর্শনী হয়েছে। জাপানি স্ত্রীও শিক্ষকতার পেশায় যুক্ত। বর্তমানে কাজ করছেন এনএইচকে ও প্রথম আলোয়। নিয়মিত লিখছেন দেশি-বিদেশি নানা পত্রিকায়।

সাবস্ক্রাইব