ইসরাত জাহান

 

ইসরাত জাহান একজন কথাকার। জন্ম পটুয়াখালী নানার বাড়িতে, বেড়ে উঠেছেন চট্টগ্রাম শহরে। তার প্রকাশিত উপন্যাস মেঘের গায়ে মেঘ [২০২০] ও কেন মেঘ আসে [২০২১]। গল্পগ্রন্থ একটি বেনসন বা জংলিফুলের গন্ধ [২০২১] ও নিমপাতার পাকোড়ার নিষিদ্ধ আলিঙ্গন [২০২২]। পেশায় তিনি একজন ব্যাংকার।

 

সাবস্ক্রাইব