আহমেদ মুনির

 

আহমেদ মুনির কবি ও গল্পকার। পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানে। তার প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচআমি ও বাঘারু [কবিতা: ২০০৯], সহজ মানুষের ছায়া [কবিতা: ২০১৩], শ্রী শ্যামাচরণ কবিরাজ ভবন [গল্পগ্রন্থ: ২০১৮], জেলরোডের প্রেমগীতি [কবিতা: ২০১৯], বাঘারুর সঙ্গে আলাপ [কবিতা, ২০২২]। ২০০৯ সালে এইচএসবিসি কালি ও কলম তরুণ লেখক পুরস্কার পেয়েছেন আমি ও বাঘারু কাব্যগ্রন্থের জন্য। চট্টগ্রামে থাকেন স্থায়ীভাবে। এখানেই বেড়ে ওঠা। বর্তমান পেশা সাংবাদিকতা।

 

সাবস্ক্রাইব