জুনান নাশিত

 

জুনান নাশিত কবি ও প্রাবন্ধিক। জন্ম ১৯৭৩ সালের ১ অক্টোবরে, কুমিল্লায়। পড়াশোনা অর্থনীতিতে স্নাতকোত্তর। প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১৫ টি। কবিতার বই কুমারী পাথর, অন্য আলো অনেক দূরের, পলকাটা অন্ধকার, বাতাসে মৃত্যুর মায়া, কাঁটাঘন চাঁদ, জলন্ত ভ্রুণ এবং বেইলি রোডে বাল্মীকি। শিশু ও কিশোর গ্রন্থ হরেকরকমবা, ব্যাটে বলে ছক্কা, বেগুনি অ্যাম্বুলেন্স, ভূতের নাতি ওঁ চিঁ। গল্পগ্রন্থ তিথি ও একটি আঙুল। প্রবন্ধগ্রন্থ রবীন্দ্রনাথ: রোগ শয্যায়, দুই বাংলার কথা ও কাব্য। সম্পাদিতগ্রন্থ আবুল হোসেন: কবির পোর্ট্রেট। তিনি মহাত্মা গান্ধী স্বর্ণ স্মারক লাভ করেন। পেশায় তিনি সাংবাদিক।

 

সাবস্ক্রাইব