জোবাইদা নাসরীন

 

জোবাইদা নাসরীন লেখক, গবেষক ও অধ্যাপক। পড়াশোনা নৃবিজ্ঞানে স্নাতকোত্তর। তিনি ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২ টি। উল্লেখযোগ্য বই মুক্তিযুদ্ধে নারী, নৃভাবনা, প্রতিকূলের যাত্রী নারী, মুক্তিযুদ্ধে পার্বত্য নারী। যৌথভাবে সম্পাদনা করেছেন নিজভূমে পরবাসী: উত্তরবঙ্গের আদিবাসীর প্রান্তিকতার ডিসকোর্সPolitical Violence in South Asia। বর্তমানে অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে।

 

সাবস্ক্রাইব