আহমেদ মাওলা কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক। জন্ম ৪ মে ১৯৭১ সালে, চট্টগ্রামে। লেখালেখি শুরু করেন নব্বই দশকে। প্রথম বই আগুন ঝরা ফাগুন দিনে [১৯৯২], ইমদাদুল হক মিলনের কথাসাহিত্য [১৯৯৩], এছাড়া কাজ করেছেন ‘ভাষা আন্দোলনের সাহিত্য’, ‘মুক্তি যুদ্ধের সাহিত্য’, ‘উত্তরকালের সাহিত্য’, ‘বাংলাদেশের উপন্যাসের শৈলী বিচার’, ‘চল্লিশের কবিতায় সাম্যবাদী চেতনার রূপায়ণ’ ও ‘রফিক আজাদ: কবি ও কবিতা’ নিয়ে। সম্প্রতি প্রকাশিত হয়েছে জীবনানন্দ দাশের উপন্যাস : পাঠ ও বিবেচনা [২০২৩]। পত্রপত্রিকায় নিয়মিত লেখলেখি করছেন। বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করছেন। বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক।