হুমায়ূন মালিক কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। জন্ম ১৯৫৭ সালে, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শরীফগঞ্জ গ্রামে। বাবা ছিলেন শিক্ষাবিদ, মা ইস্টেটমেন্ট প্রপার্টির মালিক হিসেবে তার তত্ত্বাবধান করতেন। পড়াশোনা গ্রন্থাগার বিজ্ঞান ও আইনশাস্ত্রে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। পড়াশোনা শেষে সাংবাদিকতা করেন বছর ছয়েক, এরপর সরকারি চাকরি যুগপৎ বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা। দুটি সরকারি প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্বে ছিলেন প্রায় দেড় দশক। এখন মূলত ইংরেজিতে লেখেন, আন্তর্জাতিক সাহিত্য পত্রিকায়। গল্প, উপন্যাসসহ তাঁর গ্রন্থ সংখ্যা পঁচিশ। বর্তমানে আইন পেশায় নিয়োজিত। বসবাস ময়মনসিংহ শহরে।