ফররুখ আহমদ

 

ফররুখ আহমদ কবি ও প্রাবন্ধিক। জন্ম ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার মাঝআইল গ্রামে। গ্রামের পাঠশালাতেই তার শিক্ষা জীবনের হাতেখড়ি। ৯৩৯ সালে কলকাতার রিপন কলেজ হতে আইএ পাস করেন। কলকাতার স্কটিশ চার্চ কলেজ ও সিটি কলেজে, প্রথমে দর্শন ও পরে ইংরেজিতে অনার্সে ভর্তি হন তিনি। কিন্তু পড়াশুনা আর শেষ করতে পারেননি। বায়ান্নর ভাষা আন্দোলনে ফররুখ আহমদের ভূমিকা অনন্য। ওই সময় তার মধুর চেয়েও মধুর যে ভাই আমার দেশের ভাষা গানটি বেশ জনপ্রিয় হয়। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসাত সাগরের মাঝি [১৯৪৪], সিরাজাম মুনিরা [১৯৫২], নৌফেল ও হাতেম [১৯৬১], মুহূর্তের কবিতা [১৯৬৩], ধোলাই কাব্য [১৯৬৩], হাতেম তায়ী [১৯৬৬], নতুন লেখা [১৯৬৯], কাফেলা [১৯৮০], হাবিদা মরুর কাহিনী [১৯৮১], সিন্দবাদ [১৯৮৩], দিলরুবা [১৯৮৪]। শিশুতোষগ্রন্থপাখির বাসা [১৯৬৫], হরফের ছড়া [১৯৭০], চাঁদের আসর [১৯৭০], ছড়ার আসর [১৯৭০] ও ফুলের জলসা [১৯৮৫]। তিনি বাংলা একাডেমি [১৯৬০], প্রেসিডেন্ট পদক প্রাইড অব পারফরমেন্স [১৯৬৫], আদমজী পুরস্কার [১৯৬৬], ইউনেস্কো পুরস্কার [১৯৬৬], একুশে পদক [১৯৭৭-মরনোত্তর], স্বাধীনতা পদক [১৯৮০-মরনোত্তর] লাভ করেন। ১৯৭৪ সালের ১৯ অক্টোবর তার মৃত্যু হয়।

 

সাবস্ক্রাইব