এজাজ ইউসুফী

 

এজাজ ইউসুফী একজন কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। জন্ম ১৯৬১ সালের ১ জানুয়ারি, চট্টগ্রামে। পড়াশোনা ও বেড়ে ওঠা চট্টগ্রামে। তার প্রকাশিত গ্রন্থ স্বপ্নাদ্য মাদুলি [১৯৯৬ ও পুনঃমুদ্রণ-২০১৯], উত্তর আধুনিকতা: নতুন অন্বয়ের পরিপ্রেক্ষিত [২০০১ ও পুনঃমুদ্রণ-২০১৬], আখতারুজ্জামান ইলিয়াস লিরিক বিশেষ সংখ্যা [২০১৬], প্রফুল্ল রায়ের উপন্যাস রামচরিত্র অবলম্বনে নাটক রামচরিত [২০১৭], আখতারুজ্জামান ইলিয়াসের সাক্ষাৎকার ও বিবিধ [২০১৮], গদ্যের গোলাঘর [২০১৯], ১০ গুণীর দীপ্র কথকতা [২০২১], আমার সকল কথা [২০২১], জীবন মৃদঙ্গের তাল [২০২১] ও মধুব্রত অধুনা নগরে [২০২২]। তিনি অল ইন্ডিয়া লিটল ম্যাগাজিন কনফারেন্স-এ ছোট কাগজ সম্মাননা ১৯৯৩ পুরস্কার’, চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর মহান একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার ২০১৮’, ‘লিটল ম্যাগাজিন সন্মাননা ২০২২, বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ বেশ কিছু সম্মাননা ও পুরস্কার পান। দীর্ঘদিন ধরে তিনি সম্পাদনা করছেন ছোট কাগজ লিরিক।  

 

সাবস্ক্রাইব