নাহিদা নাহিদ

 

নাহিদা নাহিদ গল্পকার ও গবেষক। জন্ম ৫ জুলাই, চাঁদপুরে। পড়াশোনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর। প্রকাশিত গল্পগ্রন্থ চারটিঅলকার ফুল [২০১৭], যূথচারী আঁধারের গল্প [২০১৮], পুরুষপাঠ [২০১৯] ও বহু বসন্তের দাগ [২০২৩]। তিনি যূথচারী আঁধারের গল্প গ্রন্থটির জন্য কথাসাহিত্য বিভাগে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৮ এবং পুরুষপাঠ গ্রন্থটির জন্য নবীন সাহিত্যশ্রেণিতে এক্সিম ব্যাংক অন্যদিন হুমায়ূন আমাহমেদ সাহিত্য পুরস্কার ২০২০ অর্জন করেছেন। বর্তমানে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

 

সাবস্ক্রাইব