আইরীন নিয়াজী মান্না শিশু সাহিত্যিক ও সাংবাদিক। জন্ম ৩১ আগস্ট, ঢাকায়। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর। প্রকাশিত ছড়াগ্রন্থ সারাপাখির জন্মদিনে, ঘাসফুল, সুখের নূপুর, সোমার জন্য ছড়া, মালিবাগের ছড়া ও নির্বাচিত ১০০ ছড়া। কিশোর কবিতা এক যে ছিলো দস্যি মেয়ে, ডাক দিয়ে যায় আসমানী মেঘ ও মনপবনের নাও। কিশোরগল্প বলাকার মা, ভিড়াল্লার বুড়ি মা এবং অন্ধকারের দৈত্য [রূপকথা]। প্রবন্ধগ্রন্থ বাপী শাহরিয়ার: অকালপ্রয়াত ছড়াশিল্পী। জীবনীগ্রন্থ খোকা থেকে জাতির পিতা ও হো-চি-মিন। প্রকৃতি বিষয়ক বই পাখির দেশ বাংলাদেশ। ইতিহাসভিত্তিক বই—ভাষা আন্দোলনের কিশোর কাহিনী ও মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারদের বীরত্বগাথা। সম্পাদিত গ্রন্থ নির্বাচিত প্রেমের গল্প। তিনি রিপোর্টার হিসেবে কাজ করেছেন মানবজমিন, মাতৃভূমি, ভোরের কাগজ ও সমকালে। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগে ফরেন এক্সপার্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি। সাংবাদিকতায় কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন একাধিক পুরস্কার। বর্তমানে তিনি উইমেননিউজ২৪.কম-এর সম্পাদক। নিয়মিত সম্পাদনা করছেন ছোটদের পত্রিকা কিশোর লেখা।