আফরোজা সোমা একজন কবি ও প্রাবন্ধিক। জন্ম ২ অক্টোবর, ১৯৮৪ সালে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর। প্রকাশিত কাব্যগ্রন্থ:অন্ধঘড়ি [২০১০], হারমোনিকা [২০১৪], ডাহুক [২০১৫], পরমের সাথে কথোপকথন [২০১৯] এবং রোদে ঘোর লাগা একলা শালিক [২০২১]। প্রবন্ধগ্রন্থ: বেশ্যা ও বিদুষীর গল্প [২০২১]। দেশভাগ নিয়ে তাঁর গবেষণা স্থান পেয়েছে রাউথলেজ থেকে প্রকাশিত জার্নালে। কাজ করেছেন বিবিসি বাংলা সার্ভিস, ডয়চে ভেলে, রেডিও টুডে, দেশ টিভি ও ঢাকা ট্রিবিউন। বর্তমানে অধ্যাপনা করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে।