সুশীল মণ্ডলের জন্ম ১ এপ্রিল ১৯৫৯ সালে, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায়। কবিতায় তার বড়ো প্রাপ্তি—Oxford University Press হতে প্রকাশিত পাঠ্যবই Listen to the Flames-এ একটি কবিতার অন্তর্ভুক্তি। সুশীল মণ্ডলের কাব্যগ্রন্থ ১৮টি। বেশির ভাগ কাব্যগ্রন্থ দে’জ পাবলিশিং হাউস থেকে প্রকাশিত। উল্লেখযোগ্য গ্রন্থ—এক আকাশ গীতবিতান, অনন্ত আশ্বিনের শিশির, প্রতিদিন পলাশ প্রতিদিন যুদ্ধ, বসন্ত দিনের বৃষ্টি, অহর্নিশ অন্ধকার, পাথরের ডানা, বসন্ত দিনের বৃষ্টি ইত্যাদি। কবির বহু সংকলিত গ্রন্থ আছে। বেশকিছু সাহিত্য সম্মেলনে অংশ গ্রহণ করেছেন তিনি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য—লণ্ডন, আমেরিকা, বাংলাদেশের কবি সম্মেলন। দেশ, অনুবাদ পত্রিকা, উদ্বোধন, নতুন কবি সম্মেলন, কিংশুক, Indian Literature-সহ বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লিখছেন। কবি প্রায়ই দূরদর্শন ও বেতারে সাহিত্য অনুষ্ঠানে যুক্ত হন। ১৯৮২ সালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যুক্ত হন।