রথীন্দ্রনাথ ভৌমিক

 

রথীন্দ্রনাথ ভৌমিক কবি। ১৯৪৮ সালে কুমিল্লার মালাখালা গ্রামে জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। নিয়মিত লিটল ম্যাগাজিন-এ লেখালেখি করছেন। প্রকাশিত কবিতার বই স্বদেশে বন্দীবাসে, কথা বলো, চেনা আয়না, ‌ছিন্ন রক্তপদ্মের পাপড়ি, তুমি যে আমাকে বড়ো মিথ্যুক বলছো ইত্যাদি। কবি ‌শঙ্খ ঘোষের হাত থেকে পাওয়া একুশ শতকের সম্বর্ধনাই বড়ো প্রাপ্তি।

সাবস্ক্রাইব