রিঙকু অনিমিখ

 

কবি ও চারুশিল্পী। জন্ম ১৯৮২ সালে, বাংলাদেশের পাবনা জেলায়। পড়াশোনা চারুকলায়। থাকেন ঢাকায়। কবিতা তো লেখেনই ছবি আঁকার পাশাপাশি গড়েন ভাস্কর্যও। সারাদেশে তার অর্ধশতাধিক শিল্পকর্ম [ভাস্কর্য, মুরাল, টেরাকোটা ইত্যাদি] রয়েছে। উল্লেখযোগ্য, কুষ্টিয়া ডিসি অফিসের সামনে বঙ্গবন্ধুর ২০ ফুট উচ্চতার পূর্ণাঙ্গ ভাস্কর্য ও পাবনায় সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে তাঁর আবক্ষ ভাস্কর্য। মোট বইয়ের সংখ্যা ৭ টি। ৪ টি মৌলিক কাব্যগ্রন্থ, ১ টি সংকলন ও ২ টি সম্পাদিত। প্রথম কবিতার বই বিমূর্ত মিউজিয়াম [২০১৫]। দল বেঁধেছি একা ও সম্পাদিতগ্রন্থ যুক্তিতর্কে বিমূর্ত চিত্রকলা তার উল্লেখযোগ্য বই। সংকলনটি প্রেমের কবিতার।

 

সাবস্ক্রাইব