জুলফিয়া ইসলাম

 

কথাসাহিত্যিক, গীতিকবি ও শিল্পী। জন্ম ঢাকায়। পড়াশোনা স্নাতকোত্তর। গ্রন্থ সংখ্যা শতাধিক। ১৯৯৮ সাল থেকে প্রকাশিত মোট ৫৭ টি বইয়ের অধিকাংশই আছে বিদ্যাপ্রকাশে। এছাড়াও অনিন্দ্য প্রকাশনীতে আছে ৩ টি, অনন্যা প্রকাশনীতে আছে ৩ টি, পার্ল পাবলিকেশন্সে আছে ২ টি, বাংলা প্রকাশে আছে ১টি। তিনি জুই প্রকাশনের কর্ণধার। ‘মেঘ ছুঁয়েছে স্বপ্ন’ তার প্রথম অ্যলবাম। তার গানে কন্ঠ দিয়েছেন শিল্পী সুবীর নন্দী, রথীন্দ্রনাথ রায়, রফিকুল আলম-সহ ভারতের শ্রীকান্ত আচার্য। সুরারোপ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, শাহীন সরদার ও উদয় বন্দোপাধ্যায়। বাংলাদেশ টেলিভিশনের স্বীকৃত গীতিকার। ভ্রমণ করেছেন আটটির অধিক দেশ। নিয়মিত লেখালেখি বিভিন্ন পত্র-পত্রিকায়।

 

সাবস্ক্রাইব