নূরুল আনোয়ার

 

লেখক ও কথা সাহিত্যিক। জন্ম ১৯ নভেম্বর ১৯৬৭ সালে, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়। বিভিন্ন পত্রপত্রিকায় কাজের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু। প্রকাশতি উপন্যাস—‘আত্মচরিত, আত্মবিলাপ, মানব ঈশ্বর, নরক উদ্যান, লেখক, সেঁজুতি কাহিনি, যুদ্ধ এবং প্রেমপুরাণ, বেহেশতের রেলগাড়ি; ছোটগল্প—‘কালোকাল; ভ্রমণকাহিনি—‘ভ্রমণ বাংলাদেশ; সাকিন গাছবাড়িয়া [চট্টগ্রামের সংস্কৃতি-ঐতিহ্য বিষয়ক]; শিশু সাহিত্য—‘গল্পের পাগল ছেলেটি; ছড়ার বই—‘ঘিয়ে ভাজা ছড়ার হাঁড়ি; আহমদ ছফার সাহিত্য এবং তাঁকে নিয়ে লেখা—‘ছফামৃত [জীবনীগ্রন্থ], সাহিত্যের রাজকুমার আহমদ ছফা [শিশুতোষ জীবনীগ্রন্থ], আহমদ ছফার কথাসাধনা [সাহিত্যালোচনা], ছফালঙ্কার [মূল্যায়নধর্মী], গ্যোতের দেশে [ভ্রমণ কাহিনি, জার্মান পারসপেক্টিভ-এর বাংলা অনুবাদ], ওঙ্কার [চট্টগ্রামের ভাষায় রূপান্তর] উল্লেখযোগ্য। তিনি নয় খণ্ডে আহমদ ছফা রচনাবলিসহ অসংখ্য বই সম্পাদনা করেছেন। বর্তমানে তিনি পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার [পিপিআরসি] নামক একটি গবেষণা প্রতিষ্ঠানে ফিল্ড রিসার্চ স্পেশালিস্ট হিসেবে কর্মরত।

 

সাবস্ক্রাইব