শাবিহ মাহমুদ

 

কবি, প্রাবন্ধিক ও গবেষক। জন্ম ৭ জানুয়ারি ১৯৭৭ সালে, ফেনী শহরে। বেড়ে ওঠা ময়মনসিংহে। লেখালেখি শুরু প্রথম দশকে। প্রকাশিত কাব্য: পরকীয়া রাত [২০০২], না নৈহাটি না পুষ্পস্তবক [২০১৫]। গবেষণাগ্রন্থ : নবীনচন্দ্র সেন : চিন্তা ও দর্শন [প্রথম প্রকাশ ২০২১, তৃতীয় সংস্করণ ২০২৩]। সম্পাদিত গ্রন্থ : ময়মনসিংহের কবিতা : ১৯৪৭-২০০৭ [২০০৭], নোয়াখালীর ইতিহাস [২০২২]। সম্পাদনা করছেন ছোটকাগজ দ্বিমতনবীনচন্দ্র সেন: চিন্তা ও দর্শন গ্রন্থের জন্য পেয়েছেন কবি আবদুল হাকিম পুরস্কার [২০২২]। বর্তমানে দৈনিক সংবাদে কর্মরত। বর্তমানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ [পিআইবি]-এর অধীন গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্স শ্রেণিতে অধ্যয়নরত। 

 

সাবস্ক্রাইব