সেলিম মোরশেদ

 

কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। জন্ম ২২ মার্চ ১৯৬২ সালে, যশোর শহরে। পড়াশোনা ইংরেজি সাহিত্যে। লেখালেখির শুরু আট দশকের একেবারে গোড়া থেকে। গাণ্ডীব, অনিন্দ্য, সংবেদ, চর্যাপদ, দ্রষ্টব্য, প্রতিশিল্প, শিরদাঁড়া, জঙশন, সূর্যঘড়ি ইত্যাদি ছোটকাগজের মাধ্যমে চর্চা করে আসছেন কথাসাহিত্যের। তাঁর গ্রন্থসংখ্যা ১০টি। গল্পগ্রন্থ ৪টিকাটা সাপের মুণ্ডু [১৯৯৩], রাতে অপরাজিতা গাছে ফুল [২০০৫], বাঘের ঘরে ঘোগ [২০০৮], নীল চুলের মেয়েটি যেভাবে তার চোখ দুটি বাঁচিয়েছিলো [২০১৪], কান্নাঘর [২০২০] ও সেলিম মোরশেদের নির্বাচিত গল্প [২০০৪]; উপন্যাস ১টিসাপলুডু খেলা [২০০১]; নাট্যগ্রন্থ ১টিমানুষ উত্তম [২০১১]; কবিতাগ্রন্থ ১টিদাঁড়িয়ে অতৃপ্ত রোদ [২০১৩]; গদ্যগ্রন্থ ১টিপাল্টা কথার সূত্রমুখ অথবা বুনো শুয়োরের গোঁ [২০০২]; ট্রাভেলগ/প্রবন্ধ গ্রন্থ ১টিঅমায়িক খচ্চর [২০১১]। তাঁর প্রথম গল্পগ্রন্থ কাটা সাপের মুণ্ডু ও উপন্যাস সাপলুডু খেলাকাটা সাপের মুণ্ডুসুব্রত সেনগুপ্ত গল্পদুটো ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর পাঠ্যসূচিভুক্ত। গল্প সুব্রত সেনগুপ্ত অবলম্বনে মধ্য আশিতে চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ চিত্রনাট্য নির্মাণ করেন। পরবর্তীকালে আবির ফেরদৌস মুখর সুব্রত সেনগুপ্ত চিত্রনাট্যের মূর্ত রূপ দেন। ২০২২ সালে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথম প্রদর্শিত হয়। তাঁর গল্পের অনূদিত বইShort Stories of Selim Morshed [২০০৯]। তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি সম্মাননা, লোক সাহিত্য পুরস্কার, মৃদঙ্গসহ বেশকিছু সম্মাননা পান।

 

 

সাবস্ক্রাইব