কবি, প্রাবন্ধিক ও সংগীত রচয়িতা। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং কানাডা থেকে কম্পিউটার ট্রেনিং প্রোগ্রাম কোর্স সম্পন্ন। এপর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ ১৭টি ও প্রবন্ধের বই ৩টি। বাংলাদেশ ও ভারত থেকে প্রকাশিত হয়েছে বেশকিছু যৌথ ও একক কবিতা এবং গদ্যের বই। নিউইয়র্ক, প্যারিস ও লন্ডন থেকে ইংরেজি ও ফরাসি ভাষায় অনূদিত কবিতা সংকলন। কবিতার পাশাপাশি ছবি আঁকেন। শখ ভ্রমণ করা। বাংলাদেশের প্রখ্যাত ব্যান্ড সংগীত দল ‘মাইলস’-এর বেশ কিছু জনপ্রিয় গানের রচয়িতা তিনি। কবিতার জন্য পেয়েছেন কবি রফিক আজাদ স্মৃতি পুরস্কার ২০২২ এবং অনুপ্রাণন লেখক সম্মাননা ২০২২।