কবি ও নির্মাতা। জন্ম ১৯৮৩ সালের ১২ অক্টোবর, ঢাকা শহরে। পেশাগত জীবনে তিনি সাংবাদিকতা করেছেন প্রথম আলো আর বিবিসি বাংলায়। পরবর্তী পর্যায়ে জাতিসংঘের তিনটি সংস্থায় কাজ করেন। শৈশব থেকেই তানিয়া পরিবেশ কর্মী এবং এ্যাকটিভিস্ট হিসাবে বিভিন্ন পরিসরে পরিবেশ নিয়ে কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় পরিবেশ বিষয়ক নিজেস্ব স্টার্টআপ কোম্পানি ‘এনভোলিড’-এর যাত্রা শুরু। তার কাব্যগ্রন্থ ‘উত্তুরে সংকীর্তন’ [২০০৬] ও ‘ধুলো রঙা রোদ্দুর’ [২০১৭]। কবিতার পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট ও ডকুমেন্টারি সিনেমা নির্মাণের সাথেও তিনি সংশ্লিষ্ট। সুন্দরবন নিয়ে তার একটি কাজ এখনো নির্মাণাধীন।