নিশাত তাসনিম মিথিলা

 

দৃশ্যশিল্পী ও সমালোচক। জন্ম ২০০০ সালের অক্টোবরে, ঢাকার আজিমপুরে। ২০২৩ সালে চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগ থেকে স্নাতক পাস করেন। প্রথম প্রদর্শনী [যৌথ] অনুষ্ঠিত হয় ২০১৯ সালে, বিভাগীয় বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর মধ্য দিয়ে। তিনি দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে দশটি প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত মেকমোয়ের আন্তর্জাতিক অনলাইন শিল্প প্রদর্শনী-২০২৪-এ তিনি সর্বোত্তম পুরষ্কারে পুরষ্কৃত হন। ২০২৩ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং ভারতের লোকশিল্প সংগ্রহ বিষয়ক হাবের পক্ষ থেকে আয়োজিত পটচিত্র কর্মশালা, ২০২৪-এ অংশগ্রহণ করেন। ২০২৩ সালে ঢাকা আর্ট সামিটে শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছেন। বর্তমানে চারুকলা অনুষদে স্নাতকোত্তর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী।

 

সাবস্ক্রাইব