কবি ও সম্পাদক। জন্ম ৭ এপ্রিল, ১৯৭০ সালে, মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামে। পড়াশোনা বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। লেখালেখি শুরু ছোটবেলায়। ১৯৮৫ সালে প্রথম কবিতা প্রকাশিত হয় মেহেরপুরের সাপ্তাহিক পরিচয় পত্রিকায়। ’৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের চেতনায় সেই সময় সম্পাদনা করেছেন দংশন নামের পত্রিকা। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ—নীলকণ্ঠ নীল সরোবরে [২০০৪]। সর্বশেষ কাব্যগ্রন্থ—নিরোক (২০২৪)। মোট গ্রন্থের সংখ্যা ১৮ টি। বর্তমানে সম্পাদনা করছেন নান্দিক নামের সাহিত্য ও সংস্কৃতির পত্রিকা।