অতনু তিয়াস

 

কবি, সাংবাদিক ও গীতিকার। জন্ম ১৯৭৫ সালের ১ জানুয়ারি। পড়াশোনা মানবিক বিভাগে গ্রাজুয়েশন। কবিতা লেখার পাশাপাশি গীতিকবিতা ও ছড়াসাহিত্য নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। নিজের লেখা অধিকাংশ গানে সুরারোপ করেছেন নিজেই। নেকাব্বরের মহাপ্রয়াণ, ইউটার্ন, আন্তঃনগর চলচ্চিত্র-সহ বেশকিছু নাটকের জন্য গান লিখেছেন তিনি। প্রকাশিত কবিতার বই—‘রাংসার কলরোল [২০০৭] ও আমি অথবা অন্য কেউ’[২০১৮]। মায়ের জন্য ভালোবাসা গীতিকবিতার জন্য পেয়েছেন ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত সেলিব্রেটিং লাইফ-২০০৯ সম্মাননা। এছাড়াও পেয়েছেননজরুল চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান অগ্নিবীণা প্রদত্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য সম্মাননা-১৪২৪,  সোনার বাংলা সাহিত্য পরিষদ প্রদত্ত এস বি এস পি সাহিত্য পুরস্কার ও অর্থ সম্মাননা-২০১৯ এবং ঢাকা সাব-এডিটর কাউন্সিল প্রদত্ত লেখক সম্মাননা ২০২২’, সাহিত্যের ছোটকাগজ লোক প্রদত্ত কবিতায় বঙ্গবন্ধু সম্মাননা-২০২৪। বর্তমানে দৈনিক ইত্তেফাক পত্রিকার শিশুদের পাতা কচি-কাঁচার আসরের বিভাগীয় সম্পাদক।

 

সাবস্ক্রাইব