বঙ্গ রাখাল

 

কবি ও গবেষক। জন্ম ১২ জুন ১৯৯৩ সালে, ঝিনাইদহ জেলায়। গণ বিশ্ববিদ্যালয় থেকে ভাষা-যোগাযোগ ও সংস্কৃতিতে স্নাতকোত্তর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অফ ইকনোমিকস থেকে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইকোনমিকস ডিগ্রি এবং গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র থেকে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন। তার প্রবন্ধগ্রন্থসংস্কৃতির দিকে ফেরা [২০১৫], মানবতাবাদী লালন জীবন অন্বেষণ [২০১৭], মনীষা বীক্ষণ ও অন্যান্য [২০১৮], কবিতার করতলে [২০২০]; কাব্যগ্রন্থহাওয়াই ডাঙ্গার ট্রেন [২০১৮], লণ্ঠনের গ্রাম [২০১৯], যৈবতী কন্যা ইশকুলে [২০২০], অন্ধ যাজক [২০২১], জন্মান্ধ ঘোড়া [২০২৪]; সম্পাদনাঅগ্রন্থিত রফিক আজাদ [২০১৯], পাগলা কানাই ও তাঁর তত্ত্ব দর্শন [২০১৯]; গবেষণাগ্রন্থলোক মানুষের গান ও আত্ম অন্বেষণ [২০১৬], ছোটবোয়ালিয়া-জয়ন্তীনগর-বসন্তপুর গণহত্যা [২০২১]। পেয়েছেন আবুল মনসুর আহমদ পুরস্কার [২০২০], জলধি সম্মাননা [২০২১] ও অনুপ্রাণন সাহিত্য সম্মাননা [২০২২]। পেশায় তিনি উন্নয়নকর্মী।

 

সাবস্ক্রাইব