ফারুক ওয়াসিফ

 

কবি ও প্রাবন্ধিক। জন্মস্থান বাংলাদেশের বগুড়া জেলায়। অধ্যয়ন শেষ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বুদ্ধিবৃত্তিক তৎপরতার সাথে জড়িত। কাজ করেছেন তুলনামূলক সাহিত্য, রাজনৈতিক সংস্কৃতি এবং ইতিহাস নিয়ে। প্রকাশিত বই: কবিতাজল জবা জয়তুন [২০১৫], বিস্মরণের চাবুক [২০১৮], তমোহা পাথর [২০১৯]; প্রবন্ধজরুরি অবস্থার আমলনামা [২০০৯], ইতিহাসের করুণ কঠিন ছায়াপাতের দিনে [২০১০], বাসনার রাজনীতি, কল্পনার সীমা [২০১৬] , জীবনানন্দের মায়াবাস্তব [২০১৮]; অনুবাদসাদ্দামের জবানবন্দি [২০১৩]। পেশায় তিনি সাংবাদিক।

 

সাবস্ক্রাইব