সায়ন্থ সাখাওয়াৎ

 

চিকিৎসক, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব। জন্ম ১৫ ডিসেম্বর ১৯৭৬ সালে, শরীয়তপুর জেলায়। কবিতার প্রতি ঝোঁক শৈশব থেকেই। ছাত্রাবস্থায় আবৃত্তি, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, জাতীয় বিজ্ঞান মেলায় প্রজেক্ট প্রদর্শনীতে আঞ্চলিক ও জাতীয়পুরস্কার অর্জন করেছেন বহুবার। শরীয়তপুর জেলার সেরা পড়ুয়ার পুরস্কার লাভ করেন বিশ্বসাহিত্য কেন্দ্র থেকেও। সাংবাদিকতা করেছেন ভোরের কাগজ, যায়যায়দিন প্রতিদিনসাপ্তাহিক যায়যায়দিন-এ। বিভিন্ন পত্রিকায় উপ-সম্পাদকীয় লিখছেন নিয়মিত। এনটিভির 'স্বাস্থ্য প্রতিদিন' নামে অনুষ্ঠানের গ্রন্থনা, গবেষণাসহ টানা দশ বছর উপস্থাপনা ও টিভি টক শোতে রাজনীতি বিশ্লেষক হিসেবে সুনাম কুড়িয়েছেন তিনি। প্রকাশিতগ্রন্থ: কবিতাপ্রেমে দ্রোহে দহনের কালে (২০২১), বেদনার মানচিত্র (২০২২), স্মৃতিঘরে একা (২০২৩), তৃতীয় প্রয়াণ (২০২৪)। গল্পগ্রন্থদেয়ালে ফেরেস্তার মুখ (২০২২)। রাজনৈতিক গ্রন্থএক এগারো পরবর্তী বাংলাদেশ অনিশ্চিত যাত্রা (২০২১), আওয়ামী আমলের তিন নির্বাচন (২০২৪)।

 

 

সাবস্ক্রাইব