হাইকুগুচ্ছ
≈≈≈≈≈
সূর্য ঘুমায়
কুয়াশার দাপট
ঝাপসা চোখ
≈≈≈≈≈
প্রসব বেদনা
অঙ্কুরোদগমন
রঙিন হাসি
≈≈≈≈≈
হুতোম পেঁচা
আলোর সঙ্গে আড়ি
আঁধারে বাড়ি
≈≈≈≈≈
ফুলে ভ্রমর
পরাগায়নের ঋতু
সৃষ্টির উৎসব
≈≈≈≈≈
ফেরেস্তা লেখে
গোপন যতো পাপ
শয়তান হাসে
≈≈≈≈≈
কলঙ্ক চাঁদে
কাঁদে অপরাজিতা
নীল অপবাদে
≈≈≈≈≈
নিঃসঙ্গ গাছ
ঝরাপাতারা কাঁদে
বিচ্ছেদে বাস
≈≈≈≈≈
ভাটির পানি
যে বার্তা বয়ে চলে
কদ্দুর জানি!
≈≈≈≈≈
নদী ছুটে যায়
স্মৃতিময় বহরে
প্রিয় মোহনায়
≈≈≈≈≈
শিশির হাসে
মিতালির আলোয়
সবুজ ঘাসে
≈≈≈≈≈
কদম ফোটে
বৃষ্টিরা চুমু খায়
সুসুপ্ত ঠোঁটে
≈≈≈≈≈
ভ্রমর আসে
অপেক্ষায় মুকুল
ফুল হবে সে
≈≈≈≈≈
দারুণ খরা
মাটি মরে তৃষ্ণায়
তপ্ত ধরায়
≈≈≈≈≈
ফুলেরা হাসে
ভ্রমরের গুঞ্জন
বসন্ত বাতাসে
≈≈≈≈≈
উর্বর মাটি
বীজের কানাকানি
নয়া অতিথি
≈≈≈≈≈
তীব্র দহন
একনদী জল চাহে
তৃষিত মন
≈≈≈≈≈
শেকড় কাঁদে
আটকে পুষ্টিহীন
মাটির ফাঁদে
≈≈≈≈≈
নতুন কুঁড়ি
আগামীর দুয়ার
স্বপ্ন অপার
≈≈≈≈≈
টবের গাছ
চৌবাচ্চায় মাছ
স্বল্পায়ু শ্বাস
সুন্দর হাইকু। কবিকে ফুলেল শুভেচ্ছা।
মুহাইমীন আরিফ
নভেম্বর ০৬, ২০২৪ ১২:২৩