শান্তা মারিয়া

 

কবি ও সাংবাদিক। জন্ম  পুরান ঢাকায়, ২৪ এপ্রিল ১৯৭০ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স। নয় বছর বয়সে প্রথম কবিতার বই প্রকাশিত হয় ১৯৭৯ সালে। এ পর্যন্ত ৫টি কাব্যগ্রন্থসহ ১৮টি বই প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে ভ্রমণগদ্য, গল্প, প্রবন্ধ, স্মৃতিগদ্য। সর্বশেষ প্রকাশিত বই—‘আমি বেগমবাজারের মেয়ে [স্মৃতিগদ্য] দুই খণ্ড, চীনা সাহিত্যের আশ্চর্য ভুবন, চীনের মসজিদ চীনের মুসলিম, ব্যক্তিগত জোছনা কুড়ানোর রাত[কবিতার বই]। সাংবাদিক হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন মুক্তকণ্ঠ, জনকণ্ঠ, আমাদের অর্থনীতি, রেডিও আমার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও আমাদের সময় পত্রিকায়। বর্তমানে চায়না মিডিয়া গ্রুপের ঢাকা ব্যুরোতে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কাজ করছেন। করোনা মহামারীর আগে চীনের ইউননান মিনজু বিশ্ববিদ্যালয়ে বাংলাভাষা ও সাহিত্যের শিক্ষক ছিলেন।

 

যোগাযোগ

সাবস্ক্রাইব