খান মুহাম্মদ রুমেল

 

গল্পকার ও সাংবাদিক। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রকাশিত গল্পগ্রন্থ: করোটি বেচার কাল (২০২০), অন্ধ তিরন্দাজ (২০২৩), আমাদের চোখে মাকড়শা জাল বোনে (২০২৪), হেঁটে হেঁটে সন্ধ্যার দিকে (২০২৫), নকশাকাটা সকাল (২০২৫); কাব্যগ্রন্থ: প্রণয়ের কোনো গন্তব্য নেই (২০২০), নন্দিত অন্ধকার (২০২১), দুঃখ ফোটার দিনে আমি তোমার হয়ে যাই (২০২৩), চোখের পল্লবে ঘুম নামে (২০২৪), তারপর চেয়ে দেখি রাই (২০২৪), মৃত্তিকা শুষে নাও বেদনা (২০২৫)। কবিতার জন্য পেয়েছেন তরুণ কবি ঢাকা ব্যাংক আনন্দ আলো পুরস্কার ২০২৩। পেশায় তিনি গণমাধ্যকর্মী।

 

 

যোগাযোগ

সাবস্ক্রাইব