
কবি ও সমালোচক। জন্ম ১৯৬৯ সালে, বরিশালে। পড়াশোনা বাংলাভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। কবিতা এবং গদ্য রচনা তার কাজের মূল ক্ষেত্র। প্রথম কবিতার বই ‘অশ্বারোহী মেঘ’ [১৯৯৬]। প্রকাশিত কাব্যগ্রন্থ তেরোটি—‘অশ্বারোহী মেঘ’, ‘পাথর রাত্রির চন্দ্রোদয়’, ‘অঙ্গহীন আলিঙ্গনে’, ‘কেউ নেই কেন্দ্রীনে একা’, ‘কালো দরোজা’, ‘প্লাজমায় তমোঘোর সুন্দরতম’, ‘ভার্চুয়াল আগুনের পাখা’, ‘ন্যানো পাখিপ্রাণ বিরামচিহ্ন’, ‘কিছু আলো কিছু অন্ধকার’, ‘রাত্রিকালীন পাখির স্বর’, ‘গুম ঘুমের কহর কাল’ ও ‘নির্বাচিত কবিতা’ ও ‘শোকার্ত সন্ধ্যার শুকতারা’। গ্রবন্ধ গ্রন্থ হলো—‘আধুনিকোত্তর নন্দনতত্ত্ব ও অন্যান্য প্রসঙ্গ’, ‘ভাষা অবলোকন: অবলোহিত অন্তর্লোক’, ‘বায়োসেন্ট্রিজম নিজের ভেতর নিভৃত বিহঙ্গ’ এবং ‘শিল্পচেতনা শূন্যতায় মগ্ন পাখির ডানা’। বর্তমানে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার উপ-প্রধান বার্তা সম্পাদক হিসেবে কর্মরত আছেন।